Inqilab Logo

সোমবার , ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০, ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

মির্জাপুরে ছেলের হাতে মা খুন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ৫:৪৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ছেলে খন্দকার প্লাবন (২৩) ঢাকায় পালিয়ে গেলেও নিউ মার্কেট থানা পুলিশ আটক করেছে। খবরে পেয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত মা শাহিনা আক্তার ঠান্ডী বেগম (৫৫) লাশ মির্জাপুর থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বানিয়ারা গ্রামের মৃত খন্দকার মেজবাউল ইসলাম শহের মিয়ার ছেলে খন্দকার প্লাবন মাদকাসক্ত। গত কয়েক দিন ধরে মাদক কেনার জন্য প্লাবন তার মায়ের কাছে চার হাজার টাকা দাবি করে আসছিল। কিন্ত মা টাকা দিতে অপারাগতা প্রকাশ করলে মঙ্গলবার ভোরে বালিশ চাপা দিয়ে সে তার মাকে হত্যা করে। পরে ঢাকায় চাচাতো বোনের বাসায় গিয়ে উঠে। এ পর্যায়ে সে তার চাচাতো বোনকে ঘটনা খুলে বললে চাচাতো বোন কৌশলে নিউ মার্কেট থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্লাবনকে নিউ মার্কেট থানা পুলিশের কাছ থেকে মির্জাপুরে নিয়ে আসার কার্যক্রম শুরু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা খুন

৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ