Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটোকে রুখতে নতুন সামরিক ডিভিশন রাশিয়ার

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়া চলতি বছর নতুন চারটি সামরিক ডিভিশন তৈরি করবে। ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক ক্রমবর্ধমান সামরিক মহড়ার মোকাবেলায় রুশ সামরিক বাহিনীকে জোরদারের লক্ষ্য এ সব ডিভিশন তৈরি করা হবে। রুশ সেনাদলের পদাতিক বাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালাইউকোভ গত শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যেই রুশ পশ্চিমাঞ্চলীয় এবং কেন্দ্রীয় অঞ্চলে এ সবর ডিভিশন গঠন করা হবে। এ ছাড়া, রুশ বাহিনী চলতি বছর সাতটি আন্তর্জাতিক মহড়ায় অংশ নিবে বলেও জানান জেনারেল ওলেগ। এ সব মহড়ার মধ্যে রুশ-পাকিস্তান এবং রুশ-ভিয়েতনাম মহড়াও রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিদেশী অংশিদারদের সঙ্গে লেনদেন বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হবে। রুশ সীমান্তের কাছাকাছি অঞ্চলে ন্যাটো অবস্থান জোরদার করাকে হুমকি হিসেবে মনে করছে মস্কো।
এদিকে, রাশিয়ার মেরিন সেনা পৌঁছেছে সিরিয়ার কুয়াইরিস সামরিক বিমান ঘাঁটিতে। আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটোকে রুখতে নতুন সামরিক ডিভিশন রাশিয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ