Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের ভুলে ভরা চিঠি শুধরে হোয়াইট হাউসে ফেরত পাঠালেন শিক্ষিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠির ভুল শুধরে সেটি হোয়াইট হাউসে ফেরত পাঠিয়েছেন অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকা। ওই শিক্ষিকার নাম ইভন ম্যাসন। তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের বাসিন্দা।
খবরে বলা হয়, আটলান্টার একটি স্কুলে ১৭ বছর ধরে শিক্ষকতা করেছেন ম্যাসন। ট্রাম্পের চিঠিটি নিয়ে তিনি বলেন, এই চিঠিটি পরীক্ষার খাতায় কোনরকমে পাসযোগ্য ছিল। আর এতে অনেক ব্যাকরণগত ভুল ছিল। উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট’ ও ‘স্টেট’সহ মোট ১১টি শব্দের প্রথম বর্ণটি বড় হাতের অক্ষরে লেখা হয়েছিল।
সাউথ ক্যারোলিনার গ্রিনভিল নিউজকে ম্যাসন বলেন, এটা যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিখতো তাহলে আমি হয়তো তাকে ‘সি’ বা ‘সি-প্লাস’ দিতাম। উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী লিখলে তাকে ‘ডি’ দিতাম। তবে প্রেসিডেন্টের স্বাক্ষরসহ পাঠানো চিঠিটিতে কোন গ্রেড লিখে দেননি তিনি।
ম্যাসন জানান, তিনি এক চিঠিতে ফ্লোরিডার পার্কল্যান্ডে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যার ঘটনার পর হতাহতদের পরিবারের সঙ্গে ট্রাম্পকে সাক্ষাৎ করার অনুরোধ জানিয়েছিলেন। পাশাপাশি স্কুলের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছিলেন। চিঠির জবাবে ট্রাম্প তাকে ওই ভুলে ভরা চিঠি পাঠান।
চিঠিতে ভুলগুলো ঠিক করে তার একটি ছবি ফেওবুকে পোস্ট করেন ম্যাসন।
ম্যাসন বলেন, আপনি যখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চিঠি পাবেন তখন আপনার নূন্যতম প্রত্যাশা থাকবে যে সেগুলো পদ্ধতিগতভাবে সঠিক থাকবে। তিনি আরো জানান, হোয়াইট হাউসের চিঠিটিতে তার মূল চিঠির ঠিকঠাক জবাবও ছিল না। সূত্র : দি ইন্ডিপেন্ডেন্ট।



 

Show all comments
  • মিলন ২৯ মে, ২০১৮, ২:৫১ এএম says : 0
    কিছু বলার নাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ