Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ৩০ মে থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা

কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্তৃক গাড়ি ভাঙচুর ও শ্রমিক মারপিটের ঘটনায় আইনি ব্যবস্থা না নিলে

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক শ্রমিকদের মারপিট ও প্রায় ৪০টি বাস ভাচুরের ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা না হলে আগামী ৩০ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল সোমবার দুপুর ১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষনা দেন উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ও ঢাকা বিভাগীয় পরিবহন মালিক সমিতির মহাসচিব আমিনুল হক শামীম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মটর মালিক সমিতির সভাপতি মাহাবুবুল আলম, সহ-সভাপতি মূসা সরকার, সাবেক মহাসচিব রবিউল ইসলাম শাহীন, পরিবহন শ্রমিক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
সংবাদ সম্মেলনে আমিনুল হক শামীম বলেন, গত ১৩ মে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক বহনকারী একটি মিনিবাসের সাথে একটি ড্রাম ট্রাকের ধাক্কাকে কেন্দ্র করে কতিপয় উশৃংখল ছাত্র-শিক্ষক মহাসড়কে ব্যরিকেট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় শিক্ষার্থীরা প্রায় ৪০টি গাড়ী ভাংচুর করে শ্রমিকদেরকে মারপিট করে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কতিপয় শিক্ষার্থী উশৃংখল আচরণ করে এবং সাংবাদিকদের মারপিট করে ক্যামেরা ছিনিয়ে নেয়।
তিনি আরো জানান, এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় জেলা মটর মালিক সমিতি এবং ত্রিশাল থানায় জিলা মটরযান কর্মচারী ইউনিয়ন দু’টি মামলা দায়ের করে। কিন্তু মালিক-শ্রমিক সংগঠন মামলা করলেও এখন পর্যন্ত প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করেনি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বার বার তাগাদা করা হলেও দোষিদের বিচারের আওতায় আনতে আইনগত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এ অবস্থায় পূর্বঘোষনা অনুযায়ী আগামী ৩০ মে থেকে অনির্দ্দিষ্টকালের জন্য সকল প্রকার পরিবহন বন্ধ থাকবে বলে জানান পরিবহন নেতা আমিনুল হক শামীম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবহন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ