Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামুতে ইউনিয়ন পরিষদে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

রামু (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারিরা ইউনিয়ন পরিষদের আসবাবপত্র ভাংচুর এবং চেয়ারম্যান-মেম্বারদের লাঞ্চিত করেছে। পুলিশ হামলায় নেতৃত্ব দেয়া সন্ত্রাসী গোলাম মওলাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত গোলাম মওলা রামুর শীর্ষ রাজাকার আবদুল হক ওরফে হক সাবের ছেলে। গতকাল সোমবার (২৮ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা স্বীকার করে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানিয়েছেন, দুপুরে পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের একটি গুরুত্বপুর্ণ সভা চলছিল। ওই সময় গোলাম মওলার নেতৃত্বে আরো কয়েকজন সন্ত্রাসী প্রবেশ করে চেয়ারম্যান-মেম্বারদের সাথে বাকবিতন্ডা শুরু করে। এ পর্যায়ে তারা চেয়ারম্যান-মেম্বারদের সাথে চরম অশোভন আচরণ শুরু করে। এসময় চেয়ারম্যান এসবের কারণ জানতে চাইলে মওলা ও তার সহযোগিরা পরিষদের টেবিল, কাঁচ সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময় সকল মেম্বার এবং উপস্থিত জনতা গোলাম মওলাকে হাতে-নাতে ধরে বেধে রাখে।
চেয়ারম্যান পুলিশকে অবহিত করলে এসআই একরাম এর নেতৃত্বে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততক্ষণে গোলাম মওলা নামাজ পড়ার অজুহাতে পালিয়ে যায়। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে কৌশলে গোলাম মওলাকে গ্রেফতার করতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ