বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য গতিশীল, যানজট নিরসন ও নোমান্সল্যান্ড এলাকায় গতকাল সোমবার দুপুরে ৯ সিজি-২ গেট এর উদ্ধোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। ভারত ও বাংলাদেশের কাস্টমস ও বন্দর কর্মকর্তারা বন্দরে যানজট’র কারণে বেশ কিছু দিন ধরে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য স্থবির হয় পড়েছিল। ব্যবসায়ীদের দাবির মুখে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে বন্দরে যানজট নিরসন, দ্রুত আমদানি রফতানি বাণিজ্য গতিশীল করতে ৯ সিজি-২ গেট এর উদ্বোধনে অংশগ্রহণ করেন ভারত ও বাংলাদেশের কাস্টমস ও বন্দর কর্মকর্তারা। ভারতীয় কাস্টমস’র ডেপুটি কমিশনার অং পুর বন্দরের ডাইরেক্টর আমিনুল ইসলাম ও রেজাউল ইসলাম, কাস্টমস এর যুগ্ন কমিশনার এহসানুল হক খান, ডেপুটি কমিশনার সাইদ আহমেদ রুবেল, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, আমদানি রফতানিকারক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন মিলন ও বিজিবির চেকপোস্ট ইনচার্জ আব্দুল ওয়াহাব অংশগ্রহণ করেন। জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস’র এর জন্য চলতি ২০১৭-১৮ অর্থ বছরে ৪ হাজার ৫৮৯.২৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কিন্তু বন্দরে নানা প্রতিকূলতার কারণে চলতি ২৬ মে পর্যন্ত ৩৯৩.৭৬ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। ফলে রাজস্ব বোর্ড রাজস্ব আয়’র জন্য বন্দরে যে সকল প্রতিকূলতা রযেছে তা দ্রুত নিস্পওির জন্য বেনাপোল কাস্টমস কমিশনারকে নির্দেশনা দেন। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৭/৮’শ ট্রাক পণ্য ভারত’র সাথে আমদানি রফতানি হয়ে থাকে। বন্দরে পণ্য আনলোড করার পর খালি ট্রাকগুলো ভারতের সাথে সংযুক্ত সড়কেই অবস্থান করায় ভয়াবহ যানজট সৃস্টি হয়। দুপুর ২ টার আগে খালি ট্রাকগুলো বন্দর থেকে ভারতে ফিরে যেতে পারে না। ফলে প্রতিদিন ব্যহত হচ্ছে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য। ৯ সিজি-২ গেট চালু হওয়ায় এখন থেকে খালি ট্রাক প্রধান সড়ক দিয়ে না গিয়ে নতুন সড়ক দিয়ে যাতায়াত করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।