Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অঘটনে শুরু ফ্রেঞ্চ ওপেন: চ্যাম্পিয়ন ওস্তাপেঙ্কো-ভেনাসের বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

অঘটন দিয়েই শুরু হল এবারের ফ্রেঞ্চ ওপেন। প্রথম দিনেই যার শিকার হয়েছেন নারী এককের গতবারের চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কো ও সাতবারের গ্র্যান্ড ¯ø্যাম জয়ী ভেনাস উইলিয়ামস।
টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে বছরের দ্বিতীয় এই গ্যান্ড ¯ø্যামের শিরোপা জেতা লাটভিয়ার ওস্তাপেঙ্কো মুকুট ধরে রাখার লক্ষ্যে কোর্টে নেমে ন্যূনতম চ্যালেঞ্জও জানাতে পারেননি; উড়ে গেছেন সরাসরি সেটে। ২০ বছর বয়সী ওস্তাপেঙ্কাকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইউক্রেনের অবাছাই কাতেরেইনা কজলোভা। শিরোপা জেতার পরের বছরেই প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার ঘটনা টেনিসের উন্মুক্ত যুগে ফরাসি ওপেন নারী এককের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০০৫ সালে একইরকম অঘটনের শিকার হয়েছিলেন রাশিয়ার আনাস্তাসিয়া মিসকিনা।
প্রথম রাউন্ডের আরেক ম্যাচে ২০০২ আসরের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৯১তম চীনের ওয়াং কিয়াং। গত বছর এই ক্লে কোর্টেই ভেনাসের কাছে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন ওয়াং। ভেনাস এখন রোলাঁ গ্যাঁরোর ডাবলসে মনোনিবেশ করবেন। সেখানে তিনি ছোট বোন সেরেনা উইলিয়ামসের সাথে জুটি বেঁধে কোর্টে নামবেন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের পরে কণ্যা সন্তানের জন্মের কারনে আর কোন গ্র্যান্ড ¯ø্যামে অংশ নিতে পারেননি সেরেনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ