Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ৯:৫২ এএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের গঙ্গারাম মুখ এলাকার দক্ষিণ করল্যাছড়ি গ্রামে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্মৃতি চাকমা (৪৫), অটল চাকমা (৩২) ও সঞ্জীব চাকমা (৪৭)। আহত ব্যক্তির নাম কানন চাকমা।

স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সদস্য এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই রবিবার রাতে একটি বাড়িতে অবস্থান করছিলেন। সকালে ঘরের বাইরে যেতেই আগে থেকে সেখানে ওঁত পেতে থাকা অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য ইউপিডিএফ জেএসএস এমএন লারমা (সংস্কার) ও নতুন ইউপিডিএফ দলকে দায়ী করেছে। তবে দুটি দলই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

রাঙামাটি পুলিশ সুপার আলমগীর করি বলেন, খবর পেয়ে সাজেক থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ