Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাস্পিয়ান ও পারস্য উপসাগর সংযোগের পরিকল্পনা খাল খনন করবে ইরান

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাস্পিয়ান সাগর এবং পারস্য উপসাগরের মধ্যে সংযোগ খাল খননের পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইরান। এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণের উষ্ণ সাগরে কৌশলগত যাতায়াতের সুবিধা পাবে রাশিয়া। গতকাল শনিবার এ পরিকল্পনা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন মস্কোয় ইরানি রাষ্ট্রদূত মেহদি সানেই। সেন্ট পিটার্সবার্গে ছাত্রদের সঙ্গে আলাপের সময় এ ঘোষণা দেন তিনি। কাস্পিয়ান সাগর এবং পারস্য উপসাগরের মধ্যে জাহাজ চলাচল করতে পারে এ রকম সংযোগ খাল খনন সম্ভব কিনা প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, হ্যাঁ, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। অবশ্য উচ্চাভিলাষী এ প্রকল্প নিয়ে রাশিয়ার সঙ্গে ইরান এরইমধ্যে আলোচনা শুরু করেছে বলে যে জল্পনা-কল্পনা চলছে বিবৃতি দিয়ে তা নাকচ করে দিয়েছে মস্কোর ইরানি দূতাবাস। দুই সাগরের মধ্যে সংযোগ খালের দূরত্ব কমপক্ষে এক হাজার কিলোমিটার হবে। এ প্রকল্প বাস্তবায়নে কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন রয়েছে। এছাড়া, উত্তরের পার্বত্য এলাকার রুক্ষ ভূ-প্রকৃতিসহ মধ্যাঞ্চলের বিশাল মরু এলাকার মধ্য দিয়ে খাল নিয়ে যেতে নানা প্রযুক্তি এবং প্রকৃতিগত অভূতপূর্ব চ্যালেঞ্জ জয় করতে হবে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাস্পিয়ান ও পারস্য উপসাগর সংযোগের পরিকল্পনা খাল খনন করবে ইরান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ