Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প ও ক্রুজের উগ্রবাদী প্রচারণা আমাদের পক্ষেই যাবে : ওবামা

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনালাড ট্রাম্প এবং টেড ক্রুজ নির্বাচনী প্রচারণায় অভিবাসী ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে যে ধরনের উগ্রবাদী মনোভাব দেখাচ্ছেন, তার ফলাফল আমাদের পক্ষেই যাবে। ওবামা বলেন, আমি মনে করি, তারা দু’জনেই উগ্র মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে মূলত আমাদের পক্ষেই কাজ করছেন। বিশেষ করে তারা মুসলিম এবং মেক্সিকানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিরোধীতা করে যেসব কথাবার্তা বলছেন, তাতে লাভবান হচ্ছি আমরাই।
তিনি বলেন, এই দুই রিপাবলিকান আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়ন পাবার জন্য লড়ছেন। কিন্তু তারা তাদের চরমপন্থি মনোভাবের কারণে নিজ দলের মধ্যেই সমালোচিত হচ্ছেন। দলের মূল ধারার সাথে তাদের এ ধরনের মনোভাবের বৈপরিত্ব রয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির এক জনারণ্য পরিবেশে ওবামা এসব কথা বলেন। এই কমিটি ডোনারদের কাছ থেকে দলীয় প্রার্থীদের জন্য নির্বাচনের খরচ বাবদ ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে।
তিনি বলেন, স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন একজন মানুষের মতোই আমি পানির মতো বলে দিতে পারি, তাদের এই নেতিবাচক প্রচারণা আমাদেরই পক্ষে যাচ্ছে। আগামী ১০ মাসে আমি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবো না, কিন্তু এই ১০ মাসে যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে যাবো।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় এতটাই আক্রমণাত্মক যে, তিনি এর আগে প্রেসিডেন্ট ওবামার ব্যাপারে বলেছিলেন, ওবামা কে? তিনি যুক্তরাষ্ট্রের বাইরে হাওয়াইয়ে জন্মগ্রহণ করেছেন। এর আগে ওবামা সান ফ্রান্সিসকোর পেট্রো হিলে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির দুই সদস্য সুসান স্যান্ডলার স্টিভ ফিলিপসের বাসায় গোলটেবিল বৈঠক করেন। সেখানে দলীয় নির্বাচনী প্রচার তহবিলে ২৫ ব্যক্তি ৩৩ হাজার ৪শ’ মার্কিন ডলার প্রদান করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প ও ক্রুজের উগ্রবাদী প্রচারণা আমাদের পক্ষেই যাবে : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ