Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে মুক্তি পেল রাজবন্দী ৬৯ শিক্ষার্থী

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেল ৬৯ রাজবন্দী শিক্ষার্থী। সামরিক সরকারের সময়ে আটককৃত এসব শিক্ষার্থীকে মুক্তি দিতে গত শুক্রবার কর্তৃপক্ষকে নির্দেশ দেয় দেশটির আদালত। এর আগে গত বৃহস্পতিবার দেশের রাজবন্দীদের মুক্তি দেয়ার কথা জানিয়েছিলেন অং সান সু চি। প্রায় এক বছর পর ওই ৬৯ শিক্ষার্থীর মুক্তিতে উল্লাসে ফেটে পড়ে আদালত চত্বর। তবে এখনো মিয়ানমারের বিভিন্ন কারাগারে ৪০০ রাজবন্দী রয়েছেন। গত বছরের নভেম্বরে মিয়ানমারে ভূমিধস বিজয়ের নির্বাচনে সু চি জানিয়েছিলেন, ক্ষমতায় গেলে তার প্রধান এজেন্ডা হবে রাজবন্দীদের মুক্তি দেয়া। প্রায় পাঁচ দশকের সামরিক শাসনের অবসান ঘটিয়ে শেষে ক্ষমতায় আসে নোবেলজয়ী সু চি’র নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমারে মুক্তি পেল রাজবন্দী ৬৯ শিক্ষার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ