Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১১:৪৯ এএম

জেলার রামগড়ে অভিযানে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি জোয়ানরা। রবিবার(২৭মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) অধিনস্থ কয়লারমুখ চেকপোস্ট এর হাবিলদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল মোটর সাইকেল যোগে উত্তর নলপাড়া নামক এলাকায় অভিযান চালায়। এসময় মাদক সেবনকারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সেবনরত অবস্থায় লাইটার, সিগারেটসহ ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল কয়লারমুখ সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসা হয় যার আনুমানিক বাজার মূল্য ৫৫ হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা গেছে, উক্ত মাদকদ্রব্য ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) সদরের মাদক সংরক্ষনাগারে সংরক্ষণ করা হবে, যা পরবর্তীতে উপজেলা প্রশাসক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধ্বংস করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ