বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কচুয়া থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ৫ মাদক মামলার আসামী ও শীর্ষ মাদক ব্যবসায়ী বাবলু (৩৫) নিহত হয়েছে। শুক্রবার (২৫ মে) দিনগত রাত ৩টার দিকে উপজেলার ১০নং আশ্রাফপুর ইউনিয়নের বনরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবলু ওই গ্রামের সুলতার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কচুয়া থানায় ৫টি মাদক মামলা রয়েছে। তার বাড়ী থেকে পুলিশ ১শ’ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, পূর্বের তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ বাবলুর বাড়িতে যৌথ অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ওই মাদক বিক্রেতা। পুলিশও পাল্টা গুলি ছোড়লে গুলি বিনিময়ের এক পর্যায়ে বাবলু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
অফিসার ইনচার্জ আরো জানান, বন্ধুক যুদ্ধে পুলিশের এসআই মোবারক হোসেন ও এএসআই আক্তার হোসেন আহত হয়। এসময় পুলিশ ঘটনার স্থল থেকে ২টি রাম দা ও দেশীয় অস্ত্রসহ ৭ পিস ককটেল উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।