প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাহে রমজান উপলক্ষে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী ও সঙ্গীতশিক্ষক নাহিয়ান দুরদানা শুচির ইসলামী সঙ্গীতের অ্যালবাম ‘নূরের দরিয়া’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুরারোপিত নির্বাচিত নয়টি হামদ্ ও নাত নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। অ্যালবামে নির্বাচিত গানগুলো হচ্ছে ‘আল্লাহ আমার প্রভু’, ‘আয় মরু পারের হাওয়া’, ‘খোদার প্রেমে’, ‘মোহাম্মদের নাম’, ‘মরু সাহারা’, ‘নূরের দরিয়া’, ‘রোজ হাসরে’, ‘তৌহিদের মুরশিদ’ এবং ‘তোরা দেখে যা’। শিল্পী শুচি বলেন, ‘প্রায় দুই দশক ধরে গান করছি। হঠাৎ ভাবলাম আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পবিত্র মাহে রমজানের মধ্যেই। একটি আমাদের ধর্মীয় বিষয় এবং অপরটি জাতীয় কবির জন্মদিন। দুটিই আমাদের জন্য অত্যন্ত গুরুত্ববহ। এ ভাবনা থেকেই অ্যালবামটির কাজ শুরু করা। আমার গাওয়া এবং বিশেষভাবে ভালো লাগা ৯টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। আশা করি, নজরুলের লেখা এই হামদ-নাথগুলো শ্রোতাদের ভালো লাগবে। সবার আন্তরিক ভালোবাসা এবং দোয়া চাই।’ শিল্পী নাহিয়ান দুরদানা শুচি ছায়ানট সঙ্গীত-বিদ্যায়তনে নজরুল সঙ্গীতের একজন শিক্ষক। বর্তমানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিলের কাছে গানের তালিম নিচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার এবং সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।