Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০৬ পিএম | আপডেট : ৭:১৪ পিএম, ২৬ মে, ২০১৮

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লিজা খাতুন (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার অরনখোলা ইউনিয়নের শাছাবাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লিজা খাতুন উপজেলার অরনখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে লিজা খাতুন তার মাকে বলে স্থানীয় একটি নদীতে গোসল করতে বের হয়। এরপর আর ফিরে আসেনি। দীর্ঘ সময় বাড়িতে না আসলে পরিবাবের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। স্বজনদের বাড়িতেও সন্ধান করে তাকে পাওয়া যায়নি।

পরে রাত সাড়ে নয়টার দিকে বাড়ির পাশে বাঁশ ঝাড়ের ভেতর লিজার লাশ কলার পাতা দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী পুলিশে খবর তারা এসে লাশ উদ্ধার করে।

নিহতের শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, লিজাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহতের চাচা আব্দুল মজিদ বলেন, ‘লিজাকে আমরা অনেক সন্ধান করেও পাইনি। পরে রাতে বাঁশঝাড়ে তার লাশ পাওয়া যায়।’

তিনি দাবি করেন, ‘আমাদের ধারণা, প্রথমে লিজাকে ধর্ষণ করা হয়েছে। পরে তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।’

ঘটনার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীকে গ্রেফতারের দাবি জানান আব্দুল মজিদ।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক জানান, শিশুটিকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গোপনাঙ্গেও রক্ত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।



 

Show all comments
  • Alamin Sheikh ২৬ মে, ২০১৮, ৫:০০ পিএম says : 0
    ধর্ষনের একটাই শাস্তি চাই মৃত্যু।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ