নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে বিশাল জয় পেল ঢাকা আবাহনী লিমিটেড। আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে হেরে শিরোপার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লেও দশম ম্যাচে তারা ঠিকই বড় জয় তুলে নিয়েছে। গতকাল বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনী ৯-১ গোলে বিধ্বস্ত করে সোনালী ব্যাংক এসসি’কে। বিজয়ী দলের হয়ে আশরাফুল ইসলাম, রোমান সরকার দু’টি করে এবং তাজউদ্দিন আহমেদ, তাহের আলি, শৈলেন্দ্র বুন্দেলা, গুনাসেকার মালায়লান ও মোহাম্মদ মহসিন একটি করে গোল করেন। সোনালী ব্যাংকের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন দ্বীন ইসলাম ইমন। একই ভেন্যুতে দুপুরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ওয়ারী ক্লাব ৭-১ গোলে হারায় পুলিশ ক্লাবকে। ওয়ারীর সমীর রায় দু’টি এবং বিল্লাল হোসেন, অভি, আশিক মাহমুদ ও সুপ্রজিত একটি করে গোল করেন। পুলিশ ক্লাবের একমাত্র গোলদাতা মাহফুজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।