Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুইজন নিহত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শুক্রবার সকালে মাঈনুদ্দিন (২৬) ও সরিফন (৪০) নামে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে নঈমুদ্দিন (২৪) নামে আরো এক জন। নিহতরা হলেন ওই উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের লহুচাঁদ গ্রামের মৃত আশানুরের ছেলে মাঈনুদ্দিন ও একই গ্রামের বাবলুর স্ত্রী সরিফন। আহত ব্যাক্তি নঈমুদ্দিন একই গ্রামের মৃত আশানুরের ছেলে। স্থানীয়রা জানায়, ভোরে মাঈনুদ্দিন ও নঈমুদ্দীন দুই সহদর ভাই মাঠে ধান ক্ষেতে যাচ্ছিল, এ সময় বৈরি আবহাওয়া দেখে মাঠ সংলগ্ন বাবলুর বাড়িতে আশ্রয় নেয়। পরে আশ্রয় নেয়া বাড়ির বারান্দায় অবস্থানের সময় বজ্রপাতে বাড়ির মালিক বাবলুর স্ত্রী সরিফন, মাঈনুদ্দিন ও নঈমুদ্দিন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রানীশকৈল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক সরিফন ও মাঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাতে

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ