বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় গত বৃহস্পতিবার মাঝরাতে পুলিশের গুলিতে আরো এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। এসময় তার নিকট থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে শহরের প্রথম বাইপাস রোডের ইজতেমা ময়দানের দক্ষিণ দিকে একদল মাদক ব্যবসায়ী জমায়েত হচ্ছিল। তাদের ঘেরাও কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলী চালায়। পুলিশও পাল্টা গুলী চালালে শহরের নিশিন্দারার আব্দুর রহমানের ছেলে নয়ন (৩২) নামের এক মাদক কারবারি ও সন্ত্রাসী আহত হয়। তার ডান পাশে গুলী লাগে। তার নিকট থেকে ২০০ পিস ইয়াবা,একটি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড গুলী উদ্ধার করা হয়। আহত নয়ন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পুলিশ জানায় , তার নামে অস্ত্র আইনে ২ টি, মাদক আইনে ৬টি সহ মোট ৮ টি মামলা আছে।
এর আগে পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় হাজী শাহীন নামে অপর এক মাদক ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।