বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা-কলমাকান্দা সড়কের আশারানী বেইলি ব্রিজটি অতিরিক্ত মালবাহী ট্রাকের কারণে গতকাল বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্ত হওয়ায় কলমাকান্দার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী ও সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, কলমাকান্দা থেকে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক (ট্রাক নং ঢাকা মেট্রো-ট-২০-২০৫০) বৃহস্পতিবার বিকালে আশারানী বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের ডেকিং সরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ দিদারুল আলম তরফদার বেইলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার কথা স্বীকার করে বলেন, ব্রিজটি যত দ্রুত সম্ভব মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।