Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ঈদে অভিনয়ে বেশি দেখা যাবে সালাহ উদ্দিন লাভলুকে

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: সালাহ উদ্দিন লাভলু বেশ কয়েক বছর ধরে অভিনয়ের চেয়ে নির্মাণেই বেশি ব্যস্ত ছিলেন। মাঝে মঝে শুধু ঈদের কিছু নাটকে দেখা গেছে। তবে এবারের ঈদে তাকে নির্মাণের চেয়ে অভিনয়ে বেশি দেখা যাবে বলে তিনি জানিয়েছেন। এবারের ঈদের জন্য তিনি নির্মাণ করেছেন বাংলা ভিশনের জন্য সাত পর্বের ধারাবাহিক নাটক ‘চিরকুমার মনে মনে’, চ্যানেল আইতে প্রচারের জন্য টেলিফিল্ম ‘ফেসবুকে বিবাহ’ এবং এনটিভিতে প্রচারের জন্য ‘বুকের ভেতর নূপুর বাজে’। অভিনয় করতে দেখা যাবে মারুফ মিঠুর নির্দেশনায় দুটি নাটকে। এছাড়া রাজীব রসূল, দেবাশীষ বড়–য়া দীপ, তাইফুজ্জামান আশিক, ইশতিয়াক রুমেল, নাঈম আহমেদ, মঞ্জুরুল হাসান মিলনের নির্দেশনায় ধারাবাহিক ও খÐ নাটক এবং টেলিফিল্মে অভিনয় করবেন। প্রতিটি নাটকের গল্পই তাকে কেন্দ্র করে এগিয়ে যায়। সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘যেহেতু ঈদের অনেক আগেই আমার পরিচালিত নাটকের কাজ শেষ হয়েছে এবং অনেক নির্মাতাই অভিনয়ের জন্য আগে থেকে যোগাযোগ করছেন তাই এবার অভিনয় করার বেশি সুযোগ পেয়েছি। এখনও অনেকগুলো নাটকে অভিনয় করতে হচ্ছে। সবগুলো কাজ ভালোভাবে শেষ করতে পারলে ভাল লাগবে। তিনি বলেন, আমি অভিনয় করতে ভালোবাসি। যেহেতু নিয়মিত নই, তাই একসঙ্গে অনেকগুলো নাটকে অভিনয় করে ভাল লাগছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ