Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় মাদক ব্যবসায়ীদের ছোড়া বোমায় ৩ পুলিশ আহত, পাল্টা গুলিতে মাদক ব্যবসায়ী আহত

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ৪:০৬ পিএম

পাবনায় মাদক ব্যবসায়ীদের টার্গেটে পরিনত হয়েছে পুলিশ । জেলার ঈশ্বরদী উপজেলায় মাদক ব্যবসায়ী ছোঁড়া হাত বোমায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঈশ্রদী উপজেলার তুত নামক স্থানে রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক সোস্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে এই ঘটনাটি জানিয়েছেন। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী দুলাল হোসেনকে অভিযানে যায়। পুলিশ এ সময় তুতফার্মের পাশে রাস্তায় একটি পরিত্যক্ত গোডাউনের কাছে অবস্থান নেয়। এ সময় তিনজনকে ঐ রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। আকস্মিকভাবে পুলিশকে লক্ষ্য করে হাত বোমা (ককটেল) নিক্ষেপ করে।এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ ককটেল নিক্ষেপকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে । মাদক ব্যবসায়ী দুলাল হোসেন গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিনের ভাষ্য মতে, আহত পুলিশ কনস্টেবল মুশিহাব, রকিব , মিজানুর এবং মাদব ব্যবসায়ী দুলালকে চিকিৎসার স্থানীয় স্বাস্ব্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক ব্যবসায়ী

২২ ফেব্রুয়ারি, ২০২২
৬ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ