Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে পাঁচ তারকার স্টার ক্যানভাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

আমিন খান, চম্পা, বাপ্পি, তমা মির্জা, সৈয়দ আবদুল হাদী চলচ্চিত্র ও সঙ্গীত জগতের জনপ্রিয় পাঁচ তারকা। এই পাঁচ তারকার অংশগ্রহণে এবারের ঈদে এটিএন বাংলায় প্রচার হবে সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’। ভিন্ন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটিতে থাকবে ছোট ছোট সেগমেন্ট। উপস্থাপিকার সাথে আলাপচারিতায় উঠে আসবে নানান তথ্য। দর্শকরা জানতে পারবেন তাদের ব্যস্ততা, খাদ্যাভাস, কাজের অভিজ্ঞতা, সময়ের চ্যালেঞ্জ, স্টেজ পারফর্মেন্স, জীবনের চাওয়া ও প্রাপ্তির সমীকরণ ইত্যাদি। প্রিয় তারকাদের নানা বিষয় নিয়ে ভক্তদের থাকে নানা রকম আগ্রহ। ছোট বা বড় পর্দা কিংবা সঙ্গীত জগত। যে অঙ্গনেরই হোক না কেন ভক্তরা চান প্রিয় তারকাদের মুখের কথা শুনতে। এজন্যই ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রিয় তারকাদের অংশগ্রহণে নির্মিত হয়েছে সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’। এ্যানি খান-এর উপস্থাপনা এবং সেলিম দৌলা খান-এর পরিচালনায় ‘স্টার ক্যানভাস’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন থেকে প্রতিদিন দুপুর ২টা ৩০মিনিটে।
ছবিঃ স্টার ক্যানভাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ