Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আট জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ৯:৫৫ এএম | আপডেট : ১২:৩২ পিএম, ২৩ মে, ২০১৮

রংপুর, কুষ্টিয়া, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও জামালপুরে র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়জন নিহত হয়েছেন। র‌্যাব-পুলিশ বলছে, নিহত নয়জনই মাদক বিক্রেতা।
গতকাল মঙ্গলবার দিনগত গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর সদর উপজেলার শাহিন মিয়া (৩০), কুমিল্লা সদর উপজেলার নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা (৪০), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ফটিক ওরফে গাফফার (৩৭), একই জেলার ভেড়ামারা উপজেলার লিটন শেখ (৪০), ফেনীর শহরতলী এলাকার মো. ফারুক (৩৫), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজু মিয়া, লালমনিরহাট সদর উপজেলার এশার আলী (৩৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আকতাবুল ওরফে আতাবুল ও জামালপুরের শহরতলী এলাকায় নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

রংপুর: ভোরে রংপুর সদর উপজেলার হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহিন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহিন তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ। তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লা: রাতে কুমিল্লা সদর উপজেলার গোমতি নদীরপাড় সংলগ্ন সামারচর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন।

কুষ্টিয়া: রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় ও ভেড়ামারা উপজেলার হাওয়াখালী ইটভাটা মাঠে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ফটিক ওরফে গাফফার (৩৭) ও লিটন শেখ (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফটিক ও লিটন মাদক বিক্রেতা বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ও ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম।

ফেনী: রাতে ফেনীর শহরতলীর কালিপাল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ফারুক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক মাদক বিক্রেতা বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম। তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে প্রাইভেটকার, ২২ হাজার ইয়াবা, ওয়ানশ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করা হয়।

গাইবান্ধা: ভোরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছি গ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাজু মাদক বিক্রেতা বলে জানিয়েছে র‌্যাব-১৩ গাইবান্ধা।

জামালপুর: ভোরে জামালপুরের শহরতলী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এসময় ঘটনাস্থল থেকে এক হাজার পিস ইয়াবা, পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লালমনিরহাট: ভোরে লালমনিরহাট সদর উপজেলার ধরলার চরাঞ্চলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এশার আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। নিহত এশার আলী চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক। তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে ২০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, গুলির খোসা ও ৬টি রামদা জব্দ করা হয়।

ঠাকুরগাঁও: রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাতারমারী ইক্ষু ফার্ম এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আকতাবুল ওরফে আতাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত আতাবুল মাদক বিক্রেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ