বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আমদানিকৃত পণ্যের বাজার সহনশীল রাখতে এবার রোজার মাসে বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছেন বেনাপোল কাস্টমস হাউস কতৃপক্ষ। তবে শুধুমাত্র ইফতার ও সেহেরির সময় মুসলিম সমপ্রদায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাখা হয়েছে। এসময়টুকু অমুসলিম সমপ্রদায়ের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে বাণিজ্য সচল রাখার নির্দেশনা রয়েছে। গতকাল সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর করার জন্য বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠি বিভিন্ন দফতরে প্রেরণ করা হযেছে। কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত পণ্য দ্রুত বাজারজাত করতে গত বছর থেকে বেনাপোল বন্দর দিয়ে সপ্তাহে সাতদিনে ২৪ ঘণ্টা আমদানি রফতানি বানিজ্য সচল করার নির্দেশনা দেন জাতীয় রাজস্ব বোর্ড। বর্তমানে এ বন্দরে সপ্তাহের ছয়দিন ২৪ ঘণ্টা বাণিজ্য সচল রয়েছে। শুধুমাত্র শুক্রুবার আমদানি-রফতানি বন্ধ থাকছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের বৃহওম স্থলবন্দর বেনাপোল দিয়ে সিংহভাগ পণ্য আমদানি রফতানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, বন্দর থেকে পচনশীল পণ্য দ্রুত খালাশ করতে বন্দর কর্তৃপক্ষ কে রাত দিন ২৪ ঘন্টা খোলা রেখে পণ্য দ্রুত খালাশের নির্দেশনা দেয়া হযেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।