Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

হাটহাজারী পৌরসভার বাজার গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলার নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভ‚মি আরমান শাকিল। গতকাল সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন খাবার হোটেল ও বেকারী থেকে জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়কৃত দোকান গুলো হল, বেঙ্গল হোটেল এন্ড রেস্টুডেনকে ২হাজার টাকা, প্যারামাউন্ড হোটেল কে ২হাজার টাকা, আল-ফয়েজ হোটেলকে, ২হাজার, কনক মিষ্টি বিতানকে ২হাজার এবং জনতা ফুডকে ৫০০টাকা, সুইট ভেলি ৫০০ টাকা। গতকাল সোমবার পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ওই দোকানগুলোতে অভিযান চালিয়ে ভেজাল ও বাসি খাবার ফেলে দেওয়া হয়। এসময় কাচারী সড়কস্থ কনক মিষ্টি বিতানের বাসি ২০/৩০ কেজি মিষ্টি নালায় ফেলে দেওয়াসহ জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ভেজাল খাবার ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়া মিষ্টির দুর্গন্ধে বাজারের দোকানদার নাকে কাপড় দিয়ে দুরে চলে যায়। এই অভিযান নিয়মিত পরিচালনার জন্য আহবান জানান সুশিল সমাজের প্রতিনিধিরা। অভিযানের সময় বাজার ও কাচারী সড়ক দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ