Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি,সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে নাটোরের নলডাঙ্গা বাজারের ২ টি মিষ্টির দোকানে ৬ হাজার টাকা ও সরকারী জায়গা দখল করে দোকান নির্মাণের দায়ে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও রেজা হাসান। ইউএনও রেজা হাসান জানান, রমজান মাসে ভেজাল খাদ্যদব্র্যের বিরুদ্ধে ও বাজার তদারকি কার্যক্রমের আওয়াতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় নলডাঙ্গা বাজারের নষ্ট মিষ্টি সংরক্ষন বিক্রির দায়ে শহিদুল ইসলামের মিষ্টির দোকানে ৩ হাজার টাকা, একই অভিযোগে মোস্তফার মিষ্টির দোকানে ৩ হাজার টাকা ও সোনাপাতিল চারমাথা মোড়ে সরকারী জায়গা অবৈধভাবে দখলে নিয়ে দোকান নির্মাণ করার দায়ে সাত্তারের ১ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে মাধনগর বাজারে বীথেনের মিষ্টির দোকানে ২হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ