বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র মাহে রমজান শুরু হয়েছে গত শুক্রবার থেকে। দিনাজপুরের ফুলবাড়ীতে ডিলার ও বিক্রয় প্রতিনিধি রোজার ৩ দিন পেরোলেও টিসিবির পণ্য উত্তোলন করেননি। এতে সরকারীভাবে টিসিবির দেয়া নির্ধারিত মূল্যের পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন ফুলবাড়ীর সাধারণ মানুষ। জানা গেছে, গত ৬ মে থেকে সারাদেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভোক্তা সাধারণের মাঝে জেলা সদরে ও উপজেলা পর্যায়ে নিয়মিতভাবে ডিলারদের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।এদিকে, রমজান শুরুর আগের দিন বৃহস্পতিবার অনেককে টিসিবির নির্দিষ্ট স্থানে, মালামাল বিক্রির সম্ভাব্য জায়গায় পৌর শহরের মুড়ি হাটিতে গিয়ে খোঁজ করতে দেখা গেছে। টিসিবির পণ্য ক্রয়ের জন্য খোঁজ করতে আসা মামুন জানান, রমজান এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, এসময় তিনি প্রতি বছর টিসিবির পণ্য ক্রয় করেন। বিভিন্ন পত্রিকায় খবর পড়ে ও টিভিতে খবর দেখে তিনি টিসিবির পণ্য কেনার জন্য খোঁজাখুজি করেও পাননি নির্দিষ্ট বিক্রয় কেন্দ্র। টিসিবি ডিলার আবুল কাশেম জানান, পণ্য উত্তোলন করার বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো ম্যাসেজ দেয়নি, তাছাড়াও টিসিবি যে মূল্যে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রির নির্দেশ দিয়েছে বাজারে সেই পণ্যগুলোর কেজিতে প্রতিটির মুল্য কম। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা জানান, ফুলবাড়ীতে আবুল কাশেম নামে একজন ডিলার রয়েছে আরো একজন ডিলারশিপের জন্য আবেদন করেছে। পণ্য উত্তোলনের ব্যাপারে কোনো নির্দেশনা বা চিঠি এখোনো পাইনি। তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তদারক করেন, ওনার সাথে কথা বললেই জানতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী বলেন, টিসিবি পণ্য বিক্রয়ের ব্যাপারে চিঠি পেয়েছি, পণ্য উত্তোলনের জন্য ডিলারকে বলা হয়েছে দু-এক দিনের মধ্যেই টিসিবির মালমাল উত্তোলন করে বাজারে সরবরাহ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।