Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে সালমান খানের সিনেমায় আলী জ্যাকোর গান

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাজ্য প্রবাসী কিকবক্সিং চ্যাম্পিয়ন থেকে সংগীত শিল্পি হয়ে ওঠা বাংলাদেশী আলী জ্যাকো এবার বলিউডে পদার্পন করেছেন। সালমান খানের নতুন সিনেমা ‘রেইস থ্রি’তে গান গেয়েছেন তিনি। আগামী ঈদে সিনেমাটি মুক্তি পাবে। আলী জ্যাকো জানান, গত সেপ্টেম্বরে সালমান খান লন্ডনে যান। সেখানে তার গাওয়া গানগুলো সালমানের পছন্দ হয়। এসব গান থেকে ৭টি ইংরেজি গান বাছাই করে দেশে ফিরেন সালমান। সেখান থেকে আলীর গওয়া ‘আই ফাউন্ড লাভ’ গানটি ‘রেইস থ্রি তে ব্যবহারের সিদ্ধান্ত নেন। গানটির কথা ও সুর করেছেন আলী জ্যাকো নিজে। সিনেমায় আলীর গান ব্যবহারের বিষয়টি জানালে আলী গত ডিসেম্বরে ভারতে যান। সেখানে তিনি গানটির হিন্দি সংস্করণের কাজ সম্পন্ন করেন। তবে হিন্দি সংস্করণের গানটিতে কে কণ্ঠ দিয়েছেন তা চমক হিসেবে রেখেছে ‘রেইস থ্রি’ টিম। আলী জ্যাকো জানান, ১৫ জুন মুক্তি পাবে ‘রেইস-থ্রি। গত ১৪ মে ‘রেইস থ্রি’র প্রথম পোস্টার প্রকাশ করেন সালমান। এরপর নাটকীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার ট্রেইলর প্রকাশ করেন। এটি প্রকাশের পর সামাজিক ব্যাপক সাড়া পড়েছে। ইতিমধ্যে প্রায় ৪ কোটি লোক ট্রেইলর দেখেছেন। উল্লেখ্য, যুক্তরাজ্যের হয়ে কিক বক্সিংয়ে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ান আলী জ্যাকো বাংলাদেশী বংশোদ্ভুত একজন ব্রিটিশ নাগরিক। এর আগে তাঁর নিজের লেখা ও সুর করা একাধিক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘আই ফাউন্ড লাভ’, ‘ওনলি থিং আই সি’, ‘হোয়াট ইফ আই লাভড ইউ লাইক দ্যাট’ এবং ‘আর্মি অব অ্যাঞ্জেলসের’। ‘আর্মি অব অ্যাঞ্জেলস’ ইতিমধ্যে একটি ইংরেজি চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক হিসেবে মনোনিত হয়েছে। আলী জ্যাকো জানান, শখের বশেই তাঁর গানে আসা। তবে সালমানের সিনেমায় তার লেখা ও সূর করা গান ব্যবহারের বিষয়টি অত্যন্ত সম্মানের। তিনি বলেন, সালমান খানের সঙ্গে নিজের গান ও সিনেমা বানানো নিয়ে বেশকিছু পরিকল্পনা আছে। ফলে সামনে আরও চমক থাকতে পারে।



 

Show all comments
  • sumon ২২ মে, ২০১৮, ১২:৩৪ পিএম says : 0
    good lu
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ