Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিবের বলিউডে অভিনয়ের বিষয়টি কি শুধুই প্রচারণা ছিল?

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

শাকিব খান বলিউড যাচ্ছেন! গত বছর এমন খবর বেশ ঘটা করে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশেষ করে শাকিব খান ভক্তরা বারবারই এমন খবর প্রচার করেছে তার ফেসবুক পেইজ বা গ্রুপে। অবশ্য তারও বছর খানেক আগে শাকিব নিজেই বলেছিলেন, তিনি বলিউডের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। নিজের চরিত্রের জন্য প্রস্তুতিও সেরে ফেলেছেন। কিছুদিনের মধ্যেই সহশিল্পী-নির্মাতাদের নাম প্রকাশ করা হবে। তবে এ নিয়ে এখন আর তেমন আলোচনা হয় না। প্রশ্ন উঠেছে, তাহলে কি শুধু প্রচারণার জন্যই এমন সংবাদ প্রচার করা হয়েছে? বিষয়টি অনেকটা সেরকমই হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, বলিউডের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত শাকিব প্রস্তাব পাননি। সহসা পাবেন এমন আশাও নেই। বলিউডে সুযোগ পেতে শাকিব যোগাযোগ করেছিলেন বলিউড নির্মাতা হারিশ ব্যাসের সঙ্গে। গত বছর মুক্তিপ্রাপ্ত বলিউডের আলোচিত চলচ্চিত্র আংরেজি মে কেহতা হ্যায়’র নির্মাতা তিনি। জানা যায়, গত বছরের শুরু থেকেই এ নির্মাতার সঙ্গে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেছেন শাকিব। তার পক্ষ থেকে একজন সহকারী ভাইজান এলো রে ও নবাব চলচ্চিত্রের ট্রেলারও পাঠিয়েছিলেন এ পরিচালককে। এর সত্যতা স্বীকারও করেছেন হারিশ ব্যাস। তিনি জানিয়েছেন, শাকিব খানের দুটি সিনেমার ট্রেলার আমি পেয়েছি। ট্রেলারগুলো দেখেছি। তবে তার সঙ্গে কাজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে পরে আর মিটিংয়ে বসা হয়নি। মিটিং না হওয়ার আগ পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। এদিকে শাকিবকে কলকাতার কোন সিনেমায় দেখা যাচ্ছে না। যদিও শাকিব জানিয়েছেন, দেশের সিনেমায় সময় বেশি দিতেই তিনি কলকাতার সিনেমা হাতে নিচ্ছেন না। তবে কলকাতার দুটি প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শাকিব যে পারিশ্রমিক চাইছেন তাতে তাকে দিয়ে সিনেমা বানানো সম্ভব না।



 

Show all comments
  • Mizanur Rahman ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:৩২ এএম says : 0
    Copy master never go so far.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিবের বলিউডে অভিনয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ