বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে আবারও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ডালিম নামের এক ব্যক্তি। পুলিশ বলেছে তিনি একজন মাদক ব্যবসায়ী। তার নামে মাদক মামলা রয়েছে ৬টি। তার বাড়ি শহরের শংকরপুর এলাকায়। তবে ভাড়া বাড়িতে শহরের রেলগেট এলাকায় তিনি বসবাস করতেন। গুলিতে তার মুখমন্ডল বীভৎস আকার ধারণ করায় চেনার উপায় নেই। পুলিশ জানিয়েছে, দুই দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে ডালিম মারা গেছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোতয়ালী থানার ওসি আজমল হুদা বলেন, গভীর রাতে পুলিশের কাছে খবর আসে যশোর-ছুটিপুর সড়কের আকবর মিয়ার রড ফ্যাক্টরির পাশে মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ওইসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবার এসে জানায় নিহতের নাম ডালিম। ওসির দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে ৫শ’ পিস ইয়াবা, একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর আগের রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অভয়নগরের তিন মাদক ব্যবসায়ী নিহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।