Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে পরাজিত করে রোম মাস্টার্সের ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। পরশু হাই ভোল্টেজ সেমিফাইনালে সার্বিয়ান তারকাকে ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে পরাজিত করে রেকর্ড দশম বারের মত রোম মাস্টার্সের ফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা। এই জয়ে দু’জনের মুখোমুখি পরিসংখ্যানে জোকোভিচের সাথে পার্থক্য কমিয়ে এনেছেন ৩১ বছর বয়সী নাদাল। ২০০৬ সালের পর থেকে ৫১ বারের মোকাবেলায় ২৬-২৫ ব্যবধানে এগিয়ে আছেন জোকোভিচ। এখন তার সামনে সুযোগ প্রতিযোগিতার অষ্টম শিরোপা জিতে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরা।
ফ্রেঞ্চ ওপেনের আগে এই জয় নাদালকে আত্মবিশ্বাসী করে তুলেছে। রেকর্ড বর্ধিতকরণ একাদশ শিরোপা জয়ের লক্ষ্যে চলতি মাসের শেষে রোঁলা গ্যাঁরোতে কোর্টে নামবেন নাদাল। ফোরো ইতালিকোতে এখন পর্যন্ত কোন সেমিফাইনালে পরাজিত হননি ৩১ বছর বয়সী। ফাইনালে নাদালের প্রতিপক্ষ আলেক্সান্ডার জেভরেভ। ৭-৬ (১৫/১৩), ৭-৫ গেমের কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়ান মারিন সিলিচকে পরাস্ত করে ফাইনালে ওঠেন বর্তমান চ্যাম্পিয়ন জেভরেভ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জোকোভিচ

২৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ