বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ মহানগরীর গনষার মোড় এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রাজিউল হাসান বিপ্লব (৪৫) একজন মাদক ব্যবসায়ী। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ মে) রাত আড়াইটার দিকে পুলিশ মাদক বিরোধী অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, শনিবার রাত আড়াইটার দিকে মহানগরীর মাসকান্দা গনষারা মোড় এলাকায় কিছু মাদক বিক্রেতা মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও বিপ্লব নামে একজনের বুকে গুলি লাগে। গুরুতর আহত বিপ্লবকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হেরোইনসহ মাদক উদ্ধার করেছে।
বিপ্লব মহানগরীর চরপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের পুত্র। সে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় মুদি ব্যবসা করতো। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান আরও জানান, এসময় পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন। আহরা হলেন- কনস্টেবল রাশেদুল ও কাওসার। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।