মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুর্কি আইনজীবীরা প্রায় ৫ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এই সপ্তাহে অনলাইনে একটি ডেটাবেইস পোস্ট করা হয়েছিল, যাতে মানুষের নাম, আইডি নম্বর ও ঠিকানা অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে বিবিসি। তুর্কি বিচার বিভাগীয় মন্ত্রী বেকির বোজডাগ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তথ্য ফাঁস হওয়া মানুষের সংখ্যা ভোটার তালিকার সংখ্যার কাছাকাছি ছিল। এদিকে দেশটির সরকারপন্থী একটি পত্রিকা ডেইলি সাবাহ গত বুধবার উল্লেখ করে, তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সেখানে বোজডাগের উদ্ধৃতি আরও উল্লেখ করা হয়, তদন্তে কোথায় এটা ফাঁস হয়েছিল, কীভাবে এটা ফাঁস হয়েছিল খুঁজে বের করার দিকে নজর দেওয়া হচ্ছে। তবে, তুর্কি সংবাদ সাইট মিল্লিয়েতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির যোগাযোগ মন্ত্রী বিন আলী ইলদিরিম বলেন, ফাঁস ছিল একটি অত্যন্ত পুরনো ঘটনা এবং প্রতিবেদনগুলো সংবাদ হিসেবে উল্লেখযোগ্য ছিল না। প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু তুর্কী নাগরিকদের আশ্বস্ত করে বলেন, রাষ্ট্র এবং সত্তার জন্য ব্যক্তিগত তথ্য রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের নাগরিকদের ব্যক্তিগত তথ্য একজন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ তথ্যের মতো বলে উল্লেখ করেন তিনি। ওই ডেটাবেসে ৫ কোটি নাগরিকের বিবরণ রয়েছে, যেখানে তুরস্কের জনসংখ্যা ৭ কোটি ৮০ লাখ। এসব ডেটায় ব্যক্তির জন্ম তারিখ এবং বাবার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। ডেটার মোট পরিমাণ ছিল ১.৫ গিগাবাইট। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।