Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় ৩০০ সিমেন্ট শ্রমিককে অপহরণ করেছে আইএস

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার দামেস্কর উত্তর-পূর্বাঞ্চল থেকে ৩০০ সিমেন্ট কারখানার কর্মীকে অপহরণ করেছে ইসলামিক স্টেট। দামেস্কতে আইএসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে সরকারি বাহিনী। চলতি সপ্তাহে সরকারি বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিায় জিহাদিরা। গত বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল সানা এ সংবাদ জানিয়েছে। অপহৃত কর্মী ও কন্ট্রাক্টররা আল বাদিয়া সিমেন্ট কোম্পানির হয়ে কাজ করতো। তাদেরকে দেমুর শহর থেকে অপহরণ করা হয়। দেশটির শিল্পমন্ত্রী জানিয়েছে, অপহরণের পর কোম্পানির সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের। অপর এক খবরে বলা হয়, জিহাদি সংগঠন ইসলামিক স্টেট সিরিয়ার একটি সিমেন্ট কারখানা থেকে কমপক্ষে ৩০০ কর্মীকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। সিরিয়ার দামেস্কর উত্তর-পূর্বাঞ্চলের  দেমুর শহরের একটি ডরমিটরি থেকে এই কর্মীদের অপহরণ করা হয়। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, গত সোমবার দুপুরে ওই সিমেন্ট কারখানায় হামলা চালায় আইএস। তিনি বলেন, ওই হামলার পর থেকেই সেখানে বসবাসকারী স্বজনদের খোঁজ পাচ্ছি না আমরা। তাদের ব্যাপারে কোনো তথ্যও জানতে পারিনি এখনো। ওই সিমেন্ট কারখানার একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, গত সোমবার এই ঘটনা ঘটে। এরপর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ওই কর্মীদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই কথা বলছে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় ৩০০ সিমেন্ট শ্রমিককে অপহরণ করেছে আইএস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ