Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ভেটো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ৮:২৮ পিএম
 সম্প্রতি গাজায় ৬০ ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুক্রবার রাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ‘অধিকৃত ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতি’ নিয়ে আলোচনা হলে এ প্রস্তাব আটকে দেয় দেশ দুটি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, স¤প্রতি গাজায় মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে ‘স্বাধীন ও আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনে ভোট দেয় ২৯টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় দুটি দেশ-অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। আর ভোটদানে বিরত ছিল ১৪টি দেশ। বৈঠকের সারমর্ম বিশ্লেষণে দেখা গেছে, অস্ট্রেলিয়ার কর্মকর্তারা গাজায় প্রাণহানির ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। তবে তাদের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি হচ্ছে নিরাপত্তার ব্যাপারে ইসরাইলের বৈধ অধিকার এবং নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে। এর আগে দেওয়া বিবৃতিতে অস্ট্রেলিয়া বলেছে, ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তবে মানবাধিকার কাউন্সিলের তদন্ত কমিশনকে বিতর্কিত বলে মন্তব্য করেছে তারা। দেশটির কর্মকর্তাদের দাবি, ‘তদন্তে অবশ্যই হামাসের ভূমিকা উল্লেখ করতে হবে,যা খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়নি।’ প্রসঙ্গত, গত সপ্তাহে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে গাজায় বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এসময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয় ৬০ ফিলিস্তিনি। দ্য গার্ডিয়ান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ভেটো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ