Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বাসকষ্ট নিয়ে লালু প্রসাদ হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ৮:২২ পিএম

অসুস্থ হয়ে পড়েছেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। জানা গেছে, শনিবার সকাল থেকেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয় লালু প্রসাদের। শ্বাসকষ্ট বাড়তে থাকলে গুরুতর অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ছিলেন লালু প্রসাদ যাদব। গত ১১ মে শারীরিক অসুস্থতার কারণে রাঁচি হাইকোর্ট লালুর ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। অবশ্য এর আগে ৯ থেকে ১৩ মে পর্যন্ত ছেলে তেজ প্রতাপ যাদবের বিয়েতে হাজির থাকার জন্য প্যারোলে মুক্তি চেয়েছিলেন। যা শর্তসাপেক্ষ মঞ্জুরও হয়। জামিনে মুক্তি পেলেও এই নেতার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এসবের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন লালু প্রসাদ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লালু প্রসাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ