Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধীদের আন্দোলনে বিপাকে পোল্যান্ড সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ৮:১৮ পিএম

মাসিক ভাতা ১২০ ইউরো বাড়াবার দাবিতে শারীরিক প্রতিবন্ধীরা পোল্যান্ডে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের বর্তমান ভাতার পরিমাণ মাসিক ২৪৫ ইউরো। পোলিশ সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের কেউ হুইল চেয়ারে, কেউ বা চাদরের ওপর শুয়ে। নিজেরা চলতে অক্ষম হওয়ায় তাদেরকে সেখানে নিয়ে গেছেন তাদের পরিবারের সদস্যরা। দাবির পক্ষে শুধু যে তাদের পরিবারের সদস্যরা রয়েছেন তা নয়, বরং পোল্যান্ডের জনসংখ্যার একটি বড় অংশ তাদের দাবির প্রতি সহানুভূতিশীল। এতে চাপ বাড়ছে সরকারের ওপর। সরকারি দল পিআইএস ২০১৫ সালে ক্ষমতায় আসার আগে সামাজিক সুরক্ষার বিষয়ে উদার হওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু গত মাসে তারা প্রতিবন্ধী ভাতা বাড়িয়েছে মাত্র ৩৯ ইউরো। আন্দোলনকারীরা এই অপ্রতুল বৃদ্ধির বিষয়ে অসন্তুষ্ট। শারীরিক প্রতিবন্ধীদের যারা ওই অবস্থান কর্মসূচীতে যোগ দিয়েছেন তাদের দাবি, দেখভালকারীদের নির্ধারিত মাসিক ভাতা যেন ১২০ ইউরো (১৪১ ডলার) বাড়ানো হয়। শারীরিক অক্ষমতার দরুন স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় সংসদের বিরোধী দলীয় সদস্য ও সংসদের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় তারা খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র হাতে পাচ্ছেন। এদিকে সরকারে থাকা রক্ষণশীল ‘ল অ্যান্ড জাস্টিস’ (পিআইএস) পার্টি অভিযোগ করে বলেছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিরোধী দলের উস্কানিতে প্রতিবন্ধীরা ওই আন্দোলন করছে। প্রতিবন্ধীদের আন্দোলনে জনসমর্থনের বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। অনেক বিস্কুট, প্রক্রিয়াজাত খাবার এবং ফলের রসের প্যাকেটের পাশে দাঁড়িয়ে থাকা ওয়ারশর অবসরপ্রাপ্ত বাসিন্দা জোফিয়া কোজেইলস্কা বলেছেন, ‘আমি খাবার, স্যানিটারি পণ্য ও বড়দের ডায়াপার নিয়ে এসেছি।’ এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোল্যান্ড সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ