গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ডিএসসিসিতে পণ্যমূল্যের লাগাম টানতে থাকবে ৫টি টিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, তার সিটিতে রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল শুক্রবার থেকে ৫টি টিম কাজ করবে। বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে তিনি একথা জানান।
সাঈদ খোকন বলেন, ‘গত রমজানের তুলনায় এবার অধিকাংশ পণ্যের দাম কম রয়েছে। এরপরও বিগত দু’তিন সপ্তাহে বিভিন্ন পণ্যে ৫/১০ টাকা বেড়েছে। বিক্রেতাদের এখানেই থামতে হবে। রমজানে এর চেয়েও যদি কাউকে বেশি দাম নিতে দেখা যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘আমাদের নিজস্ব টিম ছাড়াও বাজার মনিটরিংয়ে আলাদাভাবে র্যাজব-পুলিশ ও ভোক্তা অধিকার সংস্থা কাজ করছে।’
এ সময় মেয়র হাতিরপুল বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে পণ্যের বাজারদর জানান চেষ্টা করেন।
মেয়রের সঙ্গে বাজার পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শেখ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।