বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একটি পিস্তল, গুলি, ম্যাগজিন ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নবগঙ্গা কলাবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত হাসান পবা উপজেলার দামকুড়া এলাকার বাসিন্দা।
কাশিয়াডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, রাত পৌনে ১টার দিকে র্যাব মহানগরীর পশ্চিম নবগঙ্গা কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী সেখানে মাদক কেনাবেচার জন্য জড়ো হয়েছিল। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী হাসান নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি পিস্তল, গুলি, ম্যাগজিন ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে লাশ থানায় হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।