Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো সামনে তাজিকিস্তান

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিশ্বকাপ বাছাই পর্বের মতো এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বের প্লে-অফেও বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ তাজিকিস্তান। আগামী ২ জুন তাজিকিস্তানে স্বাগতিকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজরা। ৭ জুন ঢাকায় তাদের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গতকাল এএফসির কার্যালয়ে বিশ্বকাপ বাছাই শেষে ২৯-৩৮ তম অবস্থানে থাকা দলগুলোকে নিয়ে প্রথম পর্বের প্লে-অফের জন্য ড্র অনুষ্ঠিত হয়। তাজিকিস্তান, মালদ্বীপ, মালয়েশিয়া, তিমুর লিস্তে ও চাইনিজ তাইপে ছিল প্রথম পটে। বাংলাদেশ ৩৭তম স্থানে থাকায় ছিলো দ্বিতীয় পটে। বাংলাদেশ তাজিকিস্তানের বিপক্ষে হারলে ৬ সেপ্টেম্বর ঢাকায় ভুটানের বিপক্ষে খেলবে। এরপর ১১ অক্টোবর ভুটানে স্বাগতিকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অংশ নেবে তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো সামনে তাজিকিস্তান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ