Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএনসিসির আরও দুটি পার্কে আধুনিকায়নের উদ্বোধন

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

 ১৫ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ঢাউসিক) প্যানেল মেয়র মোঃ ওসমান গণি আরো দুইটি পার্কের আধুনিকায়ন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পার্ক দুটি হচ্ছে গুলশান-২ এ রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এবং বনানী বি বøক ১৮নম্বর রোডে বনানী উইমেন এন্ড চিলড্রেন পার্ক।

‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে পার্ক দুটির আধুনিকায়ন ও উন্নয়ন করা হচ্ছে। এর আওতায় মোট ২৬টি পার্ক ও খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের ভিতরে চারপাশে ওয়াকওয়ে, সাইকেল ট্রেক, জিমনেশিয়াম, লাইব্রেরি, বাস্কেটবল কোর্ট, নামাজঘর, মহিলাদের বসার স্থান, ফোয়ারা, পাবলিক টয়লেট, শিশুদের খেলার ব্যবস্থা, গেট হাউজ, ওপেন এম্পিথিয়েটার নির্মাণ করা হবে। বনানী উইমেন এন্ড চিল্ড্রেন পার্ক বিশেষভাবে মহিলা ও শিশুদের উপযোগী করে আধুনিকায়ন ও উন্নয়ন করা হবে। এ পার্কে শিশু খেলনা স্থাপন, খেলাধূলার জন্য পর্যাপ্ত জায়গা, মহিলাদের জন্য পৃথক বসার স্থান, টয়লেট, সাইকেল ট্রেক, ওয়াকওয়ে ইত্যাদির ব্যবস্থা থাকবে। ঠিকাদারী প্রতিষ্ঠান পি এফ কর্পোরেশন এবং মেসার্স ভুইয়া এন্ডব্রাদার্স - নিয়াজ ট্রেডার্স জেবি এর মাধ্যমে পার্ক দুটি আধুনিকায়ন ও উন্নয়ন কাজ ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সমাপ্ত করা হবে। এর ফলে নগরবাসী মরহুম মেয়র আনিসুল হকের স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র সদস্য জামাল মোস্তফা, ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, স্থপতি ইকবাল হাবিব, ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মরহুম মেয়র আনিসুল হক এ প্রকল্পের মাধ্যমে ২৬টি খেলার মাঠ ও পার্কের আধুনিকায়ন ও উন্নয়ন, ২৩টি পাবলিক টয়লেটের উন্নয়ন ও ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ, ৪টি কবরস্থানের উন্নয়ন, ১৫টি ফুটওভার ব্রিজ উন্নয়ন এবং ৩টি জবাইখানা উন্নয়ন ও ১টি নতুন জবাইখানা নির্মাণের কাজ হাতে নিয়েছিলেন। - বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ