বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : ১০ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর রেজিমেন্টার কালার প্যারেড গতকাল মঙ্গলবার বগুড়া সেনানিবাসে শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং ইউনিটের হাতে রেজিমেন্টাল কালার প্রদান করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান রেজিমেন্টাল কালারের মান সমুন্নত রাখার জন্য ১০ বীর ইউনিটের সকল সদস্যকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং দেশের সেবায় আত্মোৎসর্গ করতে সর্বদা প্রস্তুত থাকতে নির্দেশনা দেন। এছাড়া তিনি কঠোর প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে সময়োপযোগী জ্ঞানার্জন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর আলোকপাত করেন। এর আগে সেনাবাহিনী প্রধান শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান ১০ বীরকে সুদক্ষ দশ বলা হয়। উল্লেখ্য, রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ১০ বীর এর অধিনায়ক লেফ্টেন্যান্ট কর্নেল সৈয়দ মোঃ আস্-সাজিদ এবং সেনাবাহিনী প্রধানের নিকট হতে রেজিমেন্টের পতাকা গ্রহণ করেন উক্ত রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা। সেনাবাহিনীর ঊধর্¡তন কর্মকর্তাসহ ইউনিটের প্রাক্তণ অফিসারবৃন্দ, মাস্টার ওয়ারেন্ট অফিসারবৃন্দ এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ এ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।