Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সেনারা মাসের পর মাস অবরুদ্ধ, নেতারা ব্যস্ত অন্য ইস্যুতে -আফগান সিইও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ৯:০০ পিএম

আফগানিস্তানের নিরাপত্তা সমস্যা নিয়ে কথা না বলার জন্য প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের তীব্র সমালেচানা করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ আব্দুল্লাহ। গত কয়েক দিনে সারা দেশে বহু সংখ্যকে সেনাসদস্য নিহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সোমবার কাউন্সিল অব মিনিস্টার্স বৈঠকে আব্দুল্লাহ বলেন যে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সাম্প্রতিক দিনগুলোতে শত শত আফগান সেনা নিহত-আহত হয়। দেশের যখন এই অবস্থা তখন সরকার, বিশেষ করে নিরাপত্তা বিভাগ অন্য ইস্যু নিয়ে ব্যস্ত। তারা নিরাপত্তা সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছে না। আব্দুল্লাহ বলেন দেশের একটি অংশে তালেবানরা মাসের পর মাস আফগান সেনাদের ঘেরাও করে রেখেছে। অথচ এই সমস্যা সমাধান করে সেনাদের উদ্ধার করে নিয়ে আসতে সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও সুপ্রিম কমান্ডারদের কোন বৈঠক হয়নি। সিইও বলেন, “প্রতিদিন মানুষ মারা গেলেও গত কয়েক দিনে আমরা এনএসসি ও এসসি’র কোন বৈঠক হতে দেখিনি। আফগান জনগণ ও আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মারা যাচ্ছে। এর জন্য কারা দায়ী জনগণকে তার জবাব দিন।” এদিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে দাবি করা হয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেক বৈঠক হয়েছে। এমনকি প্রেসিডেন্ট ঘানি নির্বাচনকালের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন। সাম্প্রতিক সময়ে তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে অন্তত ১০টি প্রদেশে প্রচণ্ড লড়াই চলছে। এগুলোর মধ্যে ফারাহ, ঘোর, বাঘলান, নানগারহার ও জাবুল অন্যতম। অব্যাহত লড়াই জনগণ, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ