Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার লীগে ডে-নাইট ম্যাচ

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বর্ষা মওশুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ গড়াচ্ছে বলে প্রতিটি ম্যাচেই রিজার্ভ যে বরাদ্দ রাখছে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ছাড়াও বিকেএসপিতে ২টি এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আধুনিক ভু-গর্ভস্থ ড্রেনেজ সুবিধা থাকায় বৃষ্টির কবলে পড়ে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা দেখছেন না তাই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুঁইয়া। এদিকে সুপার লীগকে জমিয়ে তুলতে এই পর্বের সব ক’টি ম্যাচ ফ্লাড লাইটের আলোয় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। এই ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। গতকাল সিসিডিএম চেয়ারম্যান গাজী গোলাম মোর্তজা পাপ্পা এ তথ্যই দিয়েছেনÑ ‘সিদ্ধান্তটি একরকম চূড়ান্ত। হসিসিডিএম’র সর্বশেষ সভাতেই এটি মোটামুটি পাশ হয়ে গেছে। সবকটি ক্লাবই সম্মতি জানিয়েছে। সুপার লিগের ১৫ টি ম্যাচ আমরা ডে-নাইট আয়োজন করব।’ সুপার লিগের ক’টি ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচারেরও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপার লীগে ডে-নাইট ম্যাচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ