Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ কাউন্সিল সম্পন্ন

মুফতী আব্দুল হান্নান সভাপতি মাওসুফ আহমদ মহাসচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ৬:২১ পিএম

সম্প্রতি লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও মহাসচিব নির্বাচিত করা হয়। সভাপতি নির্বাচিত হন শায়খুল হাদীস মুফতী আব্দুল হান্নান নতুন মহাসচিব নির্বাচিত হন মুফতী মওসুফ আহমদ। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা হাফিজ শামসুল হক এবং তাঁর সঙ্গে আরও ছিলেন মাও. শায়খ মেস্তফা আহমদ, মাওলানা এখলাসুর রহমান ও মাওলানা আব্দুল গাফ্ফার। অনুষ্ঠানে বিদায়ী মহাসচিব মাওলানা সৈয়দ মোশাররফ আলী এবং বিগত কমিটির ট্রেজারার মাওলানা জসিম উদ্দীন তাদের রিপোর্ট পেশ করেন এবং পাঠ করে শুনান। সম্মেলনে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, আলহাজ্ব শামসুদ্দীন বিনগ্রামী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা মামনুন মুহিউদ্দীন প্রমুখ। এছাড়া বিভিন্ন শহর থেকে জমিয়ত কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কাউন্সিল অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাওলানা ক্বারী আব্দুল করীম সাহেব লন্ডন, মাওলানা আব্দুল আজিজ সিদ্দীকী সাহেব মিল্টনকিংস, মাওলানা বশীর উদ্দীন সাহেব লন্ডন, শায়েখ মাওলানা সাইফুল ইসলাম সাহেব ব্রাডফোর্ড, মাওলানা কারী আব্দুল হাফিজ সাহেব বার্মিংহাম, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব লিভারপুল, মাওলানা খলীলুর রহমান সাহেব স্কানথ্রপ, মাওলানা আব্দুর রহমান সাহেব হল, হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দীন সাহেব সান্ডারল্যান্ড, মাওলানা আব্দুল গাফ্ফার সাহেব লন্ডন, মাওলানা হামিদুর রহমান হিলাল সাহেব নিউকাসল, মাওলানা এখলাছুর রহমান সাহেব বার্মিংহাম, মুফতী জিল্লুর রহমান সাহেব লুটন, সৈয়দ আশরাফ আলী সাহেব লন্ডন, হাফিজ মাওলানা মুবারক আলী সাহেব লন্ডন, মাওলানা শায়েখ আবু তাহের ফারুকী সাহেব লিড্স, মাওলানা আবু সাযীদ কামালী সাহেব শেফিল্ড, মুফতী জুনায়েদ আহমদ সাহেব অল্ডহাম, মাওলানা আব্দুস সালাম সাহেব ব্রাডফোর্ড, মাওলানা আব্দুর রব সাহেব সারে, মাওলানা এখলাছুর রহমান বালাগন্জী ব্রাডফোর্ড, মাওলানা সাদেকুর রহমান অল্ডহাম, হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ বার্মিংহাম, মাওলানা হাফিজ সৈয়দ জুনায়েদ আহমদ রচডেল, মাওলানা আব্দুল কাইয়ূম কামালী অল্ডহাম, মাওলানা জয়নাল আবেদনি পেষ্টন, মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী নিউকাসল, মাওলানা মাহফুজ আহমদ লন্ডন, মাওলানা ইনাম উদ্দীন লন্ডন, মাওলানা মোহাম্মাদ জাকারিয়া বার্মিংহাম, মাওলানা ইমদাদুল হক অল্ডহাম, মুফতী বুরহান উদ্দীন লন্ডন, মাওলানা লুতফুর রহমান লন্ডন, মাওলানা সামছুল হক ছাতকী লন্ডন, মাওলানা শায়েখ নূরে আলম হামিদী অলসল, আলহাজ্ব জামিল বদরুল সান্ডওয়াল, হাফিজ মাওলানা জিয়াউল ইসলাম সান্ডারল্যান্ড, মাওলানা নাসির উদ্দীন লন্ডন, মৌ: কামরুল ইসলাম, মুফতী লুৎফুর রহমান লন্ডন, মাওলানা হাফিজ ক্বারী মুদ্দাছ্ছির আনওয়ার অলসল, মুফতী ফখুরূল ইসলাম লুটন, হাফিজ মাওলানা আব্দুল কাইয়্যূম মাদানী লন্ডন, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম লুটন, হাফিজ মাওলানা আমিনুল ইসলাম অল্ডহাম, মাওলানা কামাল উদ্দীন সান্ডারল্যান্ড, হাফিজ মোস্তাক আহমদ লন্ডন, মাওলানা নাজিরুল ইসলাম লন্ডন, মাওলানা ফুজায়েল আহমদ লন্ডন, আলহাজ্ব শায়েস্তা মিয়া লন্ডন, মাওলানা মুস্তাফিজুর রহমান চৌধুরী, শায়খ সৈয়দ মু’য়াজ কিডারমিনিস্টার, মৌ. জালাল উদ্দীন লিডস, আলহাজ্ব হারুন আহমদ, হাফিজ আব্দুল আলীম নর্থহাম্পটন, হাফিজ নূরুল হক মিল্টনকিংস, আলহাজ্ব আব্বাস মিয়া হেকানী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়তে উলামায়ে ইসলাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ