Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ার পুলিশ সদর দপ্তরে হামলায় অন্তত ৭ জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১০:৫০ এএম | আপডেট : ১:১১ পিএম, ১৪ মে, ২০১৮

ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় আত্মঘাতি বোমা হামলার একদিন পর আজ সোমবার দেশটির একটি পুলিশ সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার পুলিশ সদর দপ্তরে এ বোমা হামলা চালানো হয়। দেশটির পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব জাভার পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুঙ্গ জানান, আজ সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে এই বোমা হামলা হয়েছে।

তিনি বলেন, আজ সকালের এই আচমকা বোমা বিস্ফোরণে আমরা হতবিহবল হয়ে যাই। প্রকৃতপক্ষে কী ঘটেছে আমরা এখনো তা বুঝতে পারছি না।

প্রসঙ্গত, গতকাল দেশটিতে তিনটি গির্জায় আত্মঘাতি বোমা হামলার ঘটনায় ১৩ জন নিহত হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়ার পুলিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ