নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এ,কে,এম মমিনুল হক সাঈদ। এবং প্রথমবারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক মো: ইয়াকুব আলী। গতকাল সকালে ফকিরেরপুল বক্স কালভার্ট রোডস্থ একটি অভিজাত রেঁস্তোরায় আরামবাগ ক্রীড়া সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খাঁন মেনন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মোজাফ্ফর হোসেন পল্টু। আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহিম, সাবেক সংসদ সদস্য ও আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি এসএ সুলতান টুটু, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা জামান বেবী সহ অন্যান্য কর্মকর্তারা। সভা শেষে নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। যেখানে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে মোহাম্মদ এজাজ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু ও আমিনুল ইসলাম শামীম এবং ফুটবল সম্পাদক পদে এ,কে,এম রাশেদুল হক সুমন নির্বাচিত হন। সভায় জানানো হয়, নির্বাচিতরা অল্প কিছুদিনের মধ্যেই আরামবাগ ক্রীড়া সংঘের ৫১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।