একটি ধর্মীয় প্রতিষ্ঠানে পানির সংযোগকে কেন্দ্র করে প্রায় ১০০ দোকানপাট আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে মহারাষ্ট্রে। আজ শনিবার সকালে এ নিয়ে দু’গ্রুপের মধ্যে তীব্র সংষর্ষ হয়। এরপর উত্তোজিত লোকজন আগুন ধরিয়ে দেয় দোকানপাটে। শুক্রবার রাত থেকেই মহারাষ্ট্রের আওরঙ্গবাদ শহরে ওই দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। এতে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। পরে সেখানে পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে বাধ্য হয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অবৈধভাবে পানির সংযোগ নেয়ার ঘটনা ধরা পড়ে। সেই সংযোগ বিচ্ছিন্ন করে আরেকদল মানুষ। এ খবর ছড়িয়ে পড়লে দু’গ্রুপের যুবক শ্রেণি রাস্তায় নেমে পড়ে। একে অন্যের ওপর হামলা চালাতে থাকে। এ সময় তারা বেশ কিছু গাড়ি আগুনে পুড়িয়ে দেয়। পরিস্থিতি দাঙ্গায় রূপ নেয়। দেখা যায়, দাঙ্গাকারীরা রাস্তায় যা পাচ্ছে তার ওপরই হামলা চালাচ্ছে। সহায় সম্পদে আগুন ধরিয়ে দিচ্ছে। এক পর্যায়ে পুলিশকে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়। এ সময় ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। আওরঙ্গবাদ শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।