Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইকিমিডিয়ার বিরুদ্ধে সুইডেনে মামলা

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুইডেনের সরকারি শিল্পকর্ম নিয়ে ডকুমেন্ট করে একটি ওয়েবসাইট কপিরাইট আইনলঙ্ঘন করেছে বলে জানিয়েছে দেশটির উচ্চ আদালত। অফেন্টলিগ কন্সট্-এর সাইটটিতে ভাস্কর্য, মূর্তি ও বিভিন্ন চিত্রের বিশদ বর্ণনা প্রদর্শন করা হয়ে থাকে। শিল্পীদের অনুমতি ছাড়াই শিল্পকর্ম বিনামূল্যে বিতরণ করার জন্য এই সাইটের মালিক প্রতিষ্ঠান উইকিমিডিয়া সুইডেনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ভিজুয়াল কপিরাইট সোসাইটি। উইকিমিডিয়া সুইডেন জানায়, এই ঘটনায় তারা মারাত্মকভাবে হতাশ হয়েছে। এই অলাভজনক সংস্থা সুইডেনে উইকিমিডিয়ার উইকিপিডিয়ার মতো তাদের অন্যান্য প্রকল্প প্রচারের জন্য কাজ করছে। এতে জনগণের জন্য আলোকচিত্র সংগ্রহ করা হয়েছে, যাতে তারা তা বিনামূল্যেই ব্যবহার করতে পারে, জানিয়েছে বিবিসি। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট জানায়, কোনো ডেটাবেইসে সীমাহীন ব্যবহারের জন্য যখন কোনো ব্যক্তি সার্বজনীন শিল্পকর্মগুলোর আলোকচিত্র নেওয়ার অনুমতি দেয়া হয়, তখন তা সম্পূর্ণ একটি ভিন্ন ঘটনা। এ ধরনের ডেটাবেইসের যে বাণিজ্যিক মূল্য রয়েছে তা তুচ্ছ করার মতো নয়, আর শিল্পীরা সেই মুল্যের অধিকারী বলেও এক বিবৃতিতে জানিয়েছে আদালত। উইকিমিডিয়া সুইডেন জানায়, দেশের কপিরাইট আইন সময়ের চেয়ে পিছিয়ে আছে এবং বর্তমানে যে ডিজিটাল বাস্তবতা বিদ্যমান তার জন্য এ আইন পর্যাপ্ত নয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইকিমিডিয়ার বিরুদ্ধে সুইডেনে মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ