Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোষত্রুটির জন্য ক্ষমা চাইলেন মমতা

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শুরুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কণ্ঠস্বরকে দরাজ বললেও যেন কম বলা হতো। বিবেকানন্দ ফ্লাইওভার ভেঙে পড়ে অনেকগুলো প্রাণ ঝরে গেলেও সে কণ্ঠ নরম হয়নি। কিন্তু প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত না হতেই সুর মোলায়েম হয়ে গেছে তৃণমূল কংগ্রেস নেত্রীর। ক্ষমতায় টিকে থাকতে ভোটারদের সামনে একপ্রকার হাতজোড় করতেই শুরু করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় আসানসোল গিয়ে তিনি বলেছেন, ক্ষমা করবেন! দোষ-ত্রুটি সবই আমার। আমার ওপরই অভিমান করবেন। কিন্তু দয়া করে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া তৃণমূলের মাথা থেকে সরিয়ে নেবেন না! তা হলে আমার পক্ষে পথ চলা মুশকিল হয়ে যাবে! বর্ধমানে, অপর এক সভায় মমতা বলেছেন, ভুল করলে মানুষকে সংশোধন করার সুযোগ দিতে হয়। এমনকি ক্ষমতা ধরে রাখতে এখন বিরোধীপক্ষকে আক্রমণ করাও বন্ধ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিবেকানন্দ উড়ালসেতু ভেঙে পড়লে নিজের সরকারের কোনো দায় নেই ইঙ্গিত করে তিনি সাবেক বাম সরকারের দিকেই অভিযোগের আঙ্গুল তোলেন। সেই মমতাকেই এবার দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে বলতে শোনা গেল, কখনও এক লক্ষ, দু’লক্ষ, ৫০ টাকার নোট দেখিয়ে কি বোঝানো হচ্ছে? ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোষত্রুটির জন্য ক্ষমা চাইলেন মমতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ